আন্তর্জাতিক ডেস্ক:
ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত দুই সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শ্বাসকষ্টের জটিলতা বেড়ে যাওয়ায় তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই বা ততোধিক অণুজীবের কারণে সৃষ্ট জটিল শ্বাসযন্ত্রের সংক্রমণে দুই সপ্তাহ ধরে হাসপাতালে রয়েছেন পোপ।
তবে সম্প্রতি শ্বাসকষ্টে ভুগছেন তিনি। ব্রঙ্কোস্পাজম কাশির পর তার বমি শুরু হয়। হঠাৎ করেই তার শ্বাসকষ্টের অবনতি ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, শ্বাসকষ্টের সঙ্গে বমি হওয়া এবং বমি থেকে অবস্থা আরও খারাপ হয়ে যায় পোপের। এজন্য ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের ফুসফুসকে অ্যাসপিরেট করতে হয়েছে। একটি ফেস মাস্কের মাধ্যমে তাকে অক্সিজেন দেওয়া হয়।
ভ্যাটিকান সূত্র জানিয়েছে, পোপের অবস্থার কোনও অবনতি হয়েছে কিনা বা তার অবস্থার আগের অবস্থায় ফিরে এসেছে কিনা তা নির্ধারণ করতে চিকিৎসকদের ২৪-৪৮ ঘণ্টার সময় প্রয়োজন। আপাতত তারা কোনো কিছুই বলতে পারছেন না।
ভ্যাটিকানের একজন মুখপাত্র উল্লেখ করেছেন, এই মুহূর্তে তাকে বিপদের বাইরে বিবেচনা করা যাচ্ছে না।