হোম ফিচার নায়ক থেকে এবার গায়ক টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক :

বলিউড স্টারদের মধ্যে অন্যতম টাইগার শ্রফ। বাবা জ্যাকি শ্রফ এক সময়ের মারদাঙ্গা অভিনেতা। ছেলেও সে পথেই হাঁটছেন। অভিনয় প্রতিভা দিয়ে খুব একটা মন কাড়তে না পারলেও অসাধারণ ডান্স স্কিল, পারফেক্ট ফিজিক আর জমজমাট অ্যাকশন দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন টাইগার। তার বহু প্রতিভার এই তালিকায় এবার যুক্ত হলো গায়ক পরিচয়।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ‘হিরোপান্তি ২’ সিনেমার বহুল প্রতীক্ষিত গান মিস হ্যায়রানের টিজার প্রকাশিত হয়েছে। যেখানে টাইগার শ্রফ ও তারা সুতারিয়াকে একসঙ্গে নাচতে দেখা গেছে। নতুন এই পার্টি সং নিয়ে টাইগার জানান, এ আর রহমানের সঙ্গে তার প্রথম কাজ এটা। তাই গানটিকে নিজের ক্যারিয়ারের মাইলফলক বলেই মনে করছেন টাইগার।

মিস হ্যায়রান গানে কণ্ঠ দিয়েছেন টাইগার শ্রফ, নিসা শেটি, মায়াংক কাপরিসহ আরও অনেকে। গানটির সংগীতায়োজন করেছেন উপমহাদেশের বিখ্যাত শিল্পী এ আর রহমান। শুক্রবার (০৮ এপ্রিল) টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া এই গান।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘হিরোপান্তি’র সিক্যুয়াল ‘হিরোপান্তি ২’ এ মাসের ২৯ তারিখ মুক্তি দেওয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন