হোম খেলাধুলা নাসুমের বানানো চা সেরা, মাহমুদউল্লাহর দ্বিতীয় বাড়ি ভারত

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই দিন। মেগা টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ভারতে অবস্থান করছে অংশগ্রহণকারী দলগুলো। রোববার (১ অক্টোবর) মিডিয়া ডে’অংশ নিয়েছে দলগুলো। সেখানে অন্যান্য দলগুলোর মতোই ফটোসেশনে অংশ নিয়েছে বাংলাদেশ দল।

ফটোসেশন ছাড়াও সেদিন আরও কিছু পর্বে অংশ নিয়েছে বাংলাদেশ দল। সেখানে পুরো দলের সবাইকে পরিচয় করিয়ে দেয়ার দায়িত্ব পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এসময় মাহমুদউল্লাহ রিয়াদকে দেখিয়ে তিনি বলেন, ‘আমাদের বড় ভাই, চা-প্রেমী। আমি নিজেও তাকে চা বানিয়ে খাওয়াই।’

নাসুমের কথার জবাবে মাহমুদউল্লাহ প্রশংসায় ভাসিয়েছেন নাসুমের চা’কে। তিনি বলেন, ‘নাসুম খুব ভালো চা বানায়, খুবই ভালো চা বানায়। এটা নিশ্চয়তা দিতে পারি, ওর চা অন্য যে কারও চায়ের চেয়ে ভালো।’

অনুষ্ঠানে ভারতের আতিথেয়তা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘ভারত আমাদের কাছে দ্বিতীয় দেশের মতো। এখানকার খাবার বেশ পছন্দ করি, বিশেষ করে বাটার চিকেন। উফ, ওটা দারুণ। এখানকার চা দুর্দান্ত। এখানে ফিরতে পেরে ভালো লাগছে।’

শরিফুল ইসলামকে পরিচয় করিয়ে দিতে নাসুম জানান, বাঁহাতি এই পেসার রজনীকান্তের ভক্ত। আর তাসকিন যে শাহরুখ খানের ভক্ত সেটা বলতেও ভোলেননি এই স্পিনার। বিশ্বকাপে যাওয়ার আগেই সাক্ষাৎকারে ঝড় তোলা সাকিব আইসিসির অনুষ্ঠানে ছিলেন চুপচাপ। তিনি শুধু বলেছেন, ‘আমি কিছু বলতে চাই না। নো কমেনস।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন