হোম খুলনাসাতক্ষীরা নাশকতা এড়াতে সাতক্ষীরায় অবরোধের প্রথম দিনে বিভিন্ন সড়কে আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি:

দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে সাতক্ষীরা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে জেলার বিভিন্ন সড়কে টহল দিচ্ছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। রবিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যজিস্ট্রেট সুমনা আইরিন এর নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র‌্যাব এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।

সুমনা আইরিন জানান, সাতক্ষীরার সকল রুটে বাস-মিনিবাসসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন বাহীনির সমন্বয়ে গঠিত একটি চৌকস দল জেলার বিভিন্ন সড়কে সার্বক্ষনিক অভিযানসহ টহল পরিচালনা করছে। এসময় তিনি আরও বলেন, সাতক্ষীরার বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভিক রয়েছে এবং জনগনের জানমাল রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিক, বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে সাতক্ষীরায় তেমন কোন প্রভাব পড়েনি। দূরপাল্লার গণপরিবহন সাতক্ষীরা থেকে ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল রয়েছে স্বাভাবিক। সড়কে কোন পিকেটারকে দেখা যায়নি। ভোমরা স্থলবন্দরেও অবরোধের কোন প্রভাব পড়েনি। সেখানে আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রমসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন