রাজনীতি ডেস্ক:
নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ নির্দেশনায় উদ্বিগ্ন বিএনপির আইনজীবীরা। তারা বলছেন, আন্দোলন থেকে দূরে রাখতে অপচেষ্টা করছে সরকার।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের এক নম্বর হলরুমে নারায়ণগঞ্জের দুই আইনজীবীকে নিজ চেম্বার থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির আইনজীবীরা।
বিনা কারণে আইনজীবীদের হয়রানি করা হচ্ছে দাবি করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নাশকতার মামলা সবই ভুয়া। এগুলো নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক মামলা। প্রধানমন্ত্রী যদি মামলা নিষ্পত্তি করতে আইনজীবীদের নির্দেশ দেয় তাহলে দেশটা থাকবে কোথায়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় এবং একই প্রক্রিয়ায় ক্ষমতায় টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় কাজে যথেচ্ছ ব্যবহার করছে।
এদিকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলছেন, অগ্নিসন্ত্রাস না করলে কারও ভয়ের কোনো কারণ নেই। আর রাতে কোর্ট চলাকেও স্বাভাবিক বিষয় বলে দাবি তার।
এ এম আমিন উদ্দিন বলেন, যদি ওনারা নাশকতা না করে থাকেন তাহলে তো তারা খালাস পাবেন। ২০১৩-১৪ সালে অনেক অগ্নিসন্ত্রাস হয়েছিল। তখন অনেক পুলিশ সদস্যও হতাহত হয়েছে, জনগণের জানমালের ক্ষতি হয়েছে। সেই মামলাগুলো তো পড়ে থাকবে না।
তিনি বলেন, ‘আমরা তখন রাত ৯টা পর্যন্ত আদালতে বসে থাকতাম। আসামি নিয়ে আসছে, বিচার হচ্ছে, সাক্ষী হচ্ছে, জামিনও হচ্ছে। বিচারিক আদালত অনেক দেরি করেই বসে।’
তবে বিনা কারণে আইনজীবীদের গ্রেফতার সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা।