রাজনীতি ডেস্ক:
মানবাধিকার দিবসে কর্মসূচির নামে বিএনপি নাশকতার পরিকল্পনা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জ্বালাও-পোড়াও করে নির্বাচনে বাধা দেয়া ও নাশকতার কারণে বিএনপিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। কাদের বলেন, যত ষড়যন্ত্রই হোক, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে অটল থাকবে আওয়ামী লীগ।
নির্বাচন বর্জন করে রাজনীতির মাঠে অনেকটাই ব্যাকফুটে বিএনপি। একমাসের বেশি সময় ধরে ভার্চুয়ালি কর্মসূচি দিয়ে নিষ্ক্রিয় থাকা দলটি ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসকে কেন্দ্র করে সারাদেশে মানববন্ধন পালনের ঘোষণা দেয়।
সোমবার (১১ ডিসেম্বর) বিএনপির এই কর্মসূচিসহ সমসমায়িক ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আগুন-সন্ত্রাস কিংবা বিদেশিদের নিষেধাজ্ঞা কোনো কিছুই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচন বানচাল করে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, যুক্তরাষ্ট্রের উচিত তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।’
আন্দোলনে ব্যর্থ হয়ে কর্মসূচির নামে বিএনপি নাশকতা করার পরিকল্পনা করছে অভিযোগ করে, দলের নেতাকর্মী ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।