হোম জাতীয় নার্সদের জন্য বিশেষ প্রণোদনার কাজ চলছে: বিএসএমএমইউ উপাচার্য

জাতীয় ডেস্ক:

মুমূর্ষু রোগীদের সেবায় নিয়োজিত নার্সদের বিশেষ প্রণোদনা দেয়ার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকে আয়োজিত ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং প্রোগ্রামের ৩২তম থেকে ৩৬তম ব্যাচের সনদপত্র বিতরণি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে কর্মরত নার্সরা নিজের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাই তাদের আলাদা ইনসেন্টিভ দেয়ার বিষয়ে আমার প্রশাসনের সঙ্গে আলাপ করে ইতিবাচক কিছু করার চেষ্টা চলছে।

উপাচার্য আরও বলেন, যে কোনো বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই । শুধু প্রশিক্ষণ নিয়ে একা কাজ করলে হবে না। এ প্রশিক্ষণ সংশ্লিষ্ট সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। না হলে প্রশিক্ষণ লব্ধজ্ঞান কোন কাজে আসবে না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. কামরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন, ঢাকার সভাপতি রোটারিয়ান ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানেসথিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন