হোম জাতীয় নার্সকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবকের কারাদণ্ড

জাতীয় ডেস্ক :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত এক নার্সকে উত্ত্যক্ত করা ও মারধরের অভিযোগে এক যুবককে ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে সুফল চন্দ্র গোলদারের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

দণ্ডিত প্রশান্ত কুমার দাস ওই উপজেলার আমুয়া গ্রামের শুখরঞ্জন দাসের ছেলে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রশান্ত কুমার দাসের স্ত্রী দোলন দাস।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বুধবার সকালে আমার স্বামী প্রশান্ত হাসপাতালে যান। এ সময় নার্স ফাতিমা আক্তার এসে আমার স্বামীকে বলেন, টিএইচএ স্যার আপনাকে তার রুমে ডাকে। প্রশান্ত দাস টিএইচএর ডা. তাপস কুমার তালুকদারের রুমে যায়। টিএইচএ তার রুমে আটকে প্রশান্তকে মারধর করে, তার ক্যামেরা ভেঙে ফেলে এবং মোবাইল ফোন ও সাংবাদিক পরিচয়পত্র কেড়ে নেয়। প্রশান্ত একটি অনলাইন পত্রিকায় কাজ করেন বলেও জানান তার স্ত্রী দোলন দাস।

কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার জানান, প্রশান্ত কুমার দাস সকালে হাসপাতালে এসে অহেতুক এক নার্সের সাথে ঝগড়া করে। প্রতিবাদ করলে ওই নার্সের সঙ্গে খারাপ আচারণ ও প্রকাশ্যে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। পরে ওই নার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন