হোম অন্যান্যসারাদেশ নারী ফুটবলার সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাগচীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

খুলনায় অনূর্ধ্ব ১৭ দলের নারী ফুটবলার সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাগচীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক আন্দোলন মঞ্চ ও প্রথম আলো বন্ধু সভার আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, এম.বেলাল হোসাইন, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, প্রথম আলো বন্ধুসভার প্রচার সম্পাদক তারিক ইসলাম, স্টুডেন্ট ফুটবল একাডেমীর পরিচালক খন্দকার আরিফ হাসান প্রিন্স, নারী ফুটবলার জাহানারা খাতুন, তানিসা, খুকুমনি, সেলিনা, আর্থি, অন্তরা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস।

বক্তারা এ সময় খুলনায় অনূর্ধ্ব ১৭ দলের নারী ফুটবলার সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাগচীর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবী জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন