মণিরামপুর (যশোর)প্রতিনিধি:
সারা দেশে নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মণিরামপুরে পরিবেশবাদী ছাত্র-যুব সেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ভয়েস’ মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌর ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটি উপজেলা প্রধান সমন্বয়ক মোঃ শরিফুল ইনসামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মণিরামপুর পাবলিক লাইব্রেরির নির্বাহী পর্ষদের অন্যাতম সদস্য টিএম সায়ফুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর সরকারী কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান, উত্তর বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিশিষ্ট্য ব্যবসায়ী মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক আকরাম হোসেন, বিউটি আক্তারসহ গ্রীন ভয়েস মণিরামপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, নারী নির্যাতনকারী ও ধর্ষকরা মানুষ নামের কলংক, এদের কোন সমাজ নেই, কোন দল নেই। সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে দ্রততার সাথে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।