বিনোদন ডেস্ক:
বর্তমানের আলোচিত টপিক- ‘নারীরা কিসে আটকায়?’ আর এ বিষয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। তিনি বলেন, নারী আসলে আটকায় জায়েদ খানে। আর সুন্দরী নারীতে আটকায় জায়েদ খান। আর এ কথা বলেই বিপাকে পড়েছেন অভিনেতা।
অভিনেতার এ বক্তব্য নারীর সম্মানহানি ও নারীকে হেয়প্রতিপন্ন করেছে- এমন অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট মুনিমা মান্নান।
রোববার (১৩ আগস্ট) দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে এ আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে জায়েদ খানকে ২৪ ঘণ্টার মধ্যে এ বক্তব্য প্রত্যাহার করার কথা বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।
প্রসঙ্গত, হঠাৎই ১৮ বছরের সংসারের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি। ট্রুডোর বিচ্ছেদের খবর সামনে আসতেই বিশ্বজুড়ে অনেককেই বিয়ে ও সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা গেছে।
এদিকে এই বিচ্ছেদের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রশ্ন ভাইরাল হয়েছে। প্রশ্নটি হলো- মেয়েরা কিসে আটকায়?
মূলত ওই পোস্টে লেখা ছিল, ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে। কোনও কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’
এ বিষয়ে জায়েদ খান বলেন, নারীরা জায়েদ খানে আটকায়। নারীরা তো জায়েদ খানে আটকায় আমি দেখেছি। এমন একটা ট্রেন্ড শুরু হয়েছে, সব ছেলে জেলাস।
তিনি বলেন, একটা ছেলে আমার ছবির নিচে বাজে মন্তব্য করেছে। সাথে সাথে তার স্ত্রী আমাকে ফেসবুকে ইনবক্স করেছে। বলেছে, আমি আপনার ফ্যান এজন্য সে আপনাকে জেলাস করে বাজে মন্তব্য করেছে। এজন্য আমার বন্ধুরা বলেছে এবার দেশে গিয়ে ছেলেদের সাথে কথা বলবা। মেয়েদের সাথে কথা বলতে গিয়ে ছেলেরা জেলাস হয়ে গেছে। যত বাজে মন্তব্য কিন্তু ছেলেরা করছে, মেয়েরা করছে না।
এ অভিনেতা আরও বলেন, আসলেই আমি সরল। সরল না হলে কি ইনবক্সের কথা কেউ বলে। মেয়েদের কথা কেউ বলে। আমার চেয়েও অনেকের বেশি মেয়ে বন্ধু আছে, ডেটিংয়ে ঠিকই যায়। কেউ কী বলে। আমি বললেই ধরা।