অনলাইন ডেস্ক :
নারায়ণগঞ্জ থেকে নিহত এক পোশাক শ্রমিকের লাশ এনে সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বিয়াঙ্গারু গ্রামে শনিবার গভীর রাতে দাফনের চেষ্টার অভিযোগে বাঁধা দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন রাতেই লাশটি উদ্ধার করেন। লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ভিতর আইসোলেশন স্থানে নেয়া হয়।
লাশের সাথে আনা হয় এ্যাম্বুলেন্সের চালক, নিহতের স্ত্রীসহ তার ৪ স্বজনকে,পরে তাদের নমুনা সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা জানান, নারায়নগঞ্জ থেকে আব্দুর রহিম (৫০) নামে এক পোশাক শ্রমিকের লাশ এনে গভীর রাতে নিজ গ্রামে দাফনের চেষ্টা চালান তার স্বজনরা।
এলাকার লোকজন এতে বাঁধা দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের লোকজন লাশটি উদ্ধার করে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম খান বলেন, লাশ ও তাদের স্বজনদের স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালেই রাখা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম বলেন, নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।এ্যাম্বুলেন্সের চালক, নিহতের স্ত্রীসহ তার ৪ স্বজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।