জাতীয় ডেস্ক :
নারায়ণগঞ্জে নদী দূষণের অভিযোগে চারটি শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
এসময় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত গোদনাইল এলাকার ইব্রাহীম নিট কম্পোজিট, হাজীগঞ্জ এলাকার ওয়েস্ট নিটওয়্যার লিমিটেড, সাইলো রোড এলাকার রানস্ অ্যাপারেলস লিমিটেড ও জালকুঁড়ি এলাকার শাকিল নিটেক্স লিমিটেডের বিরুদ্ধে নদী দূষণের প্রমাণ পাওয়ায় এই চার প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে পরিবেশ অধিদফতরের জেলা উপপরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ বিদ্যুৎ বিভাগ ও তিতাস গ্যাস-এর জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
পরিবেশ অধিদফতরের জেলা উপপরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, এই প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদফতরে ছাড়পত্র গ্রহণ না করে অবৈধভাবে কারখানা পরিচালনা করে আসছিল। পাশাপাশি পরিশোধনাগার বা ইটিপি প্লান্ট স্থাপন ছাড়াই উৎপাদন চালিয়ে আসায় তরল বর্জ্য সরাসরি নদীতে মিশে দূষণ হচ্ছিল। যে কারণে প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
নদীদূষণ রোধ করতে দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।