জাতীয় ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গান রেকর্ডিং স্টুডিওতে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দগ্ধদের রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার চৌধুরীবাড়ি এলাকায় স্থানীয় কবি ও লেখক এস এম শামীমের নিজ বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল থেকে বাড়ির নিচ তলায় মার্ক ভিডিও রেকর্ডিং নামে স্টুডিওতে গান ও মিউজিক ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলছিল। দুপুরে স্টুডিওটির ভেতর থেকে হঠাৎ বিকট শব্দে রুমের দরজা জানালা ভেঙে যায় এবং ধোঁয়া বের হতে থাকে। পরে স্বজনরা রুমের ভেতরে গিয়ে এস এম শামীমের ছেলে বাবন ও তার বন্ধু মাহিনকে দগ্ধ অবস্থায় কাতরাতে দেখেন। এ সময় বাড়ির আশপাশের আরও তিনজন আহত হন। পরে দগ্ধ দুই যুবকসহ আহতদের উদ্ধার করে শহরের খানপুর এলাকার ৩০০ শয্যার হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে দগ্ধদের গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়।
শহরের খানপুর ৩০০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, দগ্ধ দুইজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে একজনের শরীরের ৩০ শতাংশ এবং অপরজনের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুরুতর অবস্থায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
