হোম অন্যান্যসারাদেশ নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত দুই

অনলাইন ডেস্ক :

নারায়ণগঞ্জ সদরের এক নম্বর গেট এলাকায়  বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ-ছয়জন। আজ রোববার  সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যায় নারায়ণগঞ্জ স্টেশনে প্রবেশ করার মুখে এক নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি রেললাইনে দাঁড়িয়ে ছিল। বাসে অল্পসংখ্যক যাত্রী ছিল। চলন্ত ট্রেনটি বাসটি ঠেলে ৪০ থেকে ৫০ হাত দূরে নিয়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।

দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর আরও মৃতদেহ রয়েছে কি না, তা অনুসন্ধান চলছে। এ সময় একটি খণ্ডিত পা উদ্ধার হয়েছে।

দুর্ঘটনায় ট্রেনটির কোনো ক্ষতি হয়নি। রেললাইনেরও কোনো ক্ষতি হয়নি।

দুর্ঘটনার পর ঢাকা থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে প্রথমে বাগিগুলো নিয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিনটিও ঢাকায় চলে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন