জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জে রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বেলা আড়াইটার দিকে রূপগঞ্জ চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো.মাসুদ রানা (২৩) ও মো. বাবলু (২০)।
আহত বাবলু জানান, তাদের বাসা চনপাড়া ৬ নম্বর ইউনিয়নে। বেশ কিছুদিন আগে কায়েতপাড়া ইউনিয়নে নির্বাচন হয়। সেই নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয় শমসের সাহাবুদ্দিন। তবে তারা শমসেরের বিপক্ষে সতন্ত্র প্রার্থী জয়নালের পক্ষে নির্বাচনে কাজ করেন।
বাবলু আরও জানান, শুক্রবার দুপুরে চনপাড়া একটি মাঠের পাশে মাসুদ, সাকিব, সবুজ বসে আড্ডা দিচ্ছিলেন। তখন শমসের মেম্বারের লোক রায়হান, সাব্বির, শান্ত, মামুন, কালো ইমনসহ কয়েকজন পেছন থেকে মাসুদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তখন তারা এগিয়ে গেলে পিস্তল দিয়ে গুলি করে। এতে মাসুদের কোমরে ও বাবুলের ডান পায়ের পাতায় গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে স্বজনরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রূপগঞ্জ থেকে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মাসুদের অবস্থা গুরুতর। তাদের দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।