হোম খুলনাসাতক্ষীরা নানা কর্মসুচির মধ্য দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে সাতক্ষীরায় আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালিত

নানা কর্মসুচির মধ্য দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে সাতক্ষীরায় আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

নানা কর্মসুচির মধ্য দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে সাতক্ষীরায় আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের নেতৃত্বে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনাসভার মধ্য দিয়ে শেষ হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মেয়ারাজ আলী, ভোমরা পোর্ট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, তালা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম প্রমুখ।

এতে বক্তারা বলেন, দেশে একটি শান্তিপূর্ণ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সরকার থাকলে শ্রমিকদের অধিকার আদায়ের পরিবেশ থাকে। তারা এ সময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এদিকে, দিবসটি উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুম্মান আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আট ঘন্টার বেশি কাজ করেও তারা তাদের কাজের ন্যায্য মূল্য পাননা। আগামীতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের দাবি আদায়ের চেষ্টা অব্যাহত থাকবে।

এছাড়া, বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, রং শ্রমিক ইউনিয়ন, ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন