হোম অন্যান্যসারাদেশ নানা আয়োজনে নড়াইলে মহান বিজয় দিবস পালিত হচ্ছে

নানা আয়োজনে নড়াইলে মহান বিজয় দিবস পালিত হচ্ছে

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

নড়াইল অফিস :

যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে নড়াইলে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বুধবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে এ সকল কর্মসূচি গ্রহন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে স্মৃতি সৌধ, গণকবর, বঙ্গবন্ধুর ম্যুরাল ও বধ্য ভূমিতে পুষ্পমাল্য অর্পণ, গণকবর জিয়ারত ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপি এম বার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রেজাউল বিশ্বাস,জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা ।

এছাড়া জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, নড়াইল জেলা প্রেসক্লাব, নড়াইল প্রেস ক্লাব,সরকারি বিভিন্ন দপ্তরসহ সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান । দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা । অপরদিকে কালিয়া উপজেলা প্রশাসকের আয়োজনে শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে । লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন