হোম অন্যান্যসারাদেশ নাটোরে শ্মশানের কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

নাটোরে শ্মশানের কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

নিউজ ডেস্ক:
নাটোরের লালপুর উপজেলার হালুডাঙ্গা শ্রীশ্রী মহাশ্মশান কালীমন্দিরে একটি কালীপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যার পর থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা এ কাজ করে।

মন্দির কমিটির সূত্রে জানা গেছে, মন্দিরের ছাদযুক্ত পাকা ভবনের ভেতরে প্রায় ১০ ফুট উচ্চতার মাটির তৈরি কালীপ্রতিমাটি স্থাপিত ছিল। সোমবার সন্ধ্যায় পুরোহিত নিয়ম অনুযায়ী সন্ধ্যাবাতি জ্বালিয়ে বাড়ি ফেরেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে মন্দিরে গেলে অর্পণ কুমার নামের এক ব্যক্তি প্রতিমাটি ভাঙা অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে জড়ো হন। পরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল বলেন, “সন্ধ্যায় আমি নিজেই সন্ধ্যাবাতি দিয়েছি। তখন প্রতিমাটি অক্ষত ছিল। আজ সকালে আমার ভাতিজা অর্পণ কুমার গিয়ে দেখে যে প্রতিমাটি সম্পূর্ণ ভাঙা অবস্থায় পড়ে আছে।” তিনি আরও জানান, “মন্দিরে লোহার গেট লাগানো আছে। বাইরে থেকেই কেউ কিছু দিয়ে প্রতিমাটি টেনে ভেঙেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা এখনো কাউকে সন্দেহ করছি না। পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করুক।”

এ বিষয়ে লালপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, “মন্দিরটি মাঠের মধ্যে এবং এটি শ্মশানঘাট সংলগ্ন হওয়ায় সেখানে কোনো পাহারাদার বা নিরাপত্তা ব্যবস্থা নেই। এমনকি সিসিটিভিও নেই। আমরা এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।”

লালপুর থানার ওসি মোমিনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। মামলার প্রস্তুতি চলছে এবং যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন