জাতীয় ডেস্ক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১১ জুন) দুপুরে উপজেলার লোকমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম ও তার স্ত্রী সাবিনা বেগম বাগাতিপাড়া উপজেলার জামনগর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে দুপুরে নিজ বাড়িতে ফিরছিলেন মফিজুল ইসলাম। পথে লোকমানপুর স্টেশন সংলগ্ন দোডাঙ্গী লেভেল ক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আব্দুলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার জিয়াউদ্দিন বলেন, দুজনের মৃত্যুর ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।