রাজনীতি ডেস্ক:
নাটোর সদর উপজেলা, পৌরসভা এবং নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে কানাইখালী পুরাতন বাসট্যান্ড থেকে মিছিল বের করেন তিনটি কমিটির পদবঞ্চিতরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাসট্যান্ডে এসে শেষ হয়।
এর আগে কানাইখালী পুরাতন বাসট্যান্ডে মানববন্ধন করেন ছাত্রলীগের এসব নেতাকর্মী।
এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সোহানুর রহমান সাকিব, পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বানী শেখ, এনএস কলেজের ছাত্রলীগের সাধারণ প্রার্থী দস্তগীর ইসলাম সজিব।
এ সময় বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ৩১ অক্টোবর নাটোর সদর উপজেলা, পৌরসভা এবং নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষিত হয়।