হোম জাতীয় নাটোরে ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক

জাতীয় ডেস্ক :

নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকিং চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা বুধবার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে লালপুর উপজেলার বালিয়াপুকুর এলাকায় অভিযান চালিয়ে মহিদুল ইসলাম (৩১), সোহাগ আলী হিরো (১৯) ও শমজান আলীকে (২৫) আটক করে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, আটক ব্যক্তিরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ইমো অ্যাকাউন্ট হ্যাক করে। পরে তারা কণ্ঠ পরিবর্তনের মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবারকে নিজেদের জালে ফাঁসিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন