পিরোজপুর অফিসঃ
পিরোজপুরের নাজিরপুরে মাছ ধরতে গিয়ে পানিতে পরে মো. আ: হক মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধের নিখোঁজের ২ দিন পর তার মরদেহ উদ্ধার করেছেন উপজেলা ফায়ার সার্ভিস।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হক মোল্লা উপজেলার শেখামাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের আদর্শপাড়া গ্রামের মৃত্যু দুলাল মোল্লার পুত্র।
উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মো. শহিদুল ইসলাম জানান, ওই বৃদ্ধ গত সোমবার বিকাল ৪টার দিকে তার বাড়ির সামনের থাকা বলেশ^র নদে ঝাল দিয়ে মাছ ধরতে ছিলেন। এসময় ঝাল ফেলতে গিয়ে তিনি নদীতে পড়ে যান। খবর পেয়ে স্থাণীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করতে অভিযান চালালেও ব্যার্থ হন। পরে গত মঙ্গলবার দিন ব্যাপী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতে বলেশ্বর নদীর বুইচাকাঠী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।