হোম আন্তর্জাতিক নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের প্রতি ‘সর্বাত্মক সমর্থন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের প্রতি ‘সর্বাত্মক সমর্থন’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে নাইজারের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর বিবিসির।

গত বুধবার (২৬ জুলাই) সকালে নাইজেরিয়ায় সামরিক অভ্যুত্থান শুরু হয়। ওই দিনই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে আটক করে তারই নিরাপত্তারক্ষীরা। দুইদিন পর আনুষ্ঠানিকভাবে নাইজারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল আবদুরাহমানে চিয়ানি।

আবদুরাহমানে বলেছেন, নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক দুর্দশা ও ব্যাপক দুর্নীতি তাকে ক্ষমতা দখলের পথে চালিত করেছে। তবে নতুন এ সামরিক নেতার পররাষ্ট্রনীতি কেমন হবে, তা নিয়ে পশ্চিমা দেশগুলোতে একটা উদ্বেগ রয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রেসিডেন্ট বাজোমকে ফোন করে সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শুধু নাইজারে নয়, বৃহত্তর পশ্চিম আফ্রিকায় নিরাপত্তা বৃদ্ধির জন্য বাজোমের প্রশংসা করেছেন এবং বলেছেন ‘ওয়াশিংটন নাইজারের সাংবিধানিক শৃঙ্খলা এবং গণতান্ত্রিক শাসনের পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাবে।’

এছাড়া সাবেক নাইজার নেতা মোহাম্মাদু ইসুফুকে ফোন করে বাজোমের আটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্লিঙ্কেন। তিনি মোহাম্মাদু ইসুফুকে বলেছেন, বাজোমকে আটক করার জন্য দেশটির কোটি কোটি ডলারের সহায়তা হুমকির মুখে পড়েছে। এছাড়াও ইসুফোকে বাজউমের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেন তিনি।

আফ্রিকায় ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’-এ পশ্চিমাদের অন্যতম মিত্র ছিল নাইজার। ওয়াশিংটন এরই মধ্যে সতর্ক করে জানিয়েছে, তারা নাইজারের সাথে নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতা বন্ধ করে দিতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন