জাতীয় ডেস্ক:
নাইকোর সঙ্গে পেট্রোবাংলার চুক্তিতে দুর্নীতি হয়েছিলে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এই মামলার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চুক্তি বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
গ্যাস উত্তোলন ও সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডাভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি নাইকো এবং পেট্রোবাংলার গ্যাস সরবরাহ চুক্তি অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ।
শনিবার (৯ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চের সাক্ষরের পর রায়টি প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। ৫৮ পাতার রায়ে উঠে এসেছে নাইকো চুক্তির নানা অস্বচ্ছতার কথা।
রায়ে বলা হয়, নাইকোর সঙ্গে বাপেক্সের চুক্তিতে ঘুষ লেনদের সুনির্দিষ্ট প্রমাণ আছে। শুধু তাই নয়, এ চুক্তিতে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে আর্থিক লেনদেন সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে। কাজেই এ চুক্তি বাতিলই সঠিক। সেই সঙ্গে কানাডিয়ান রয়েল পুলিশ এ ঘটনায় যে প্রমাণ দিয়েছে তাও প্রমাণ করে এখানে কিছু মানুষ লাভের জন্য চুক্তি করেছিল।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বাংলাদেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য ২০০৩ ও ২০০৬ সালে নাইকোর সঙ্গে বাপেক্স এবং পেট্রোবাংলার চুক্তি দুটির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালের হাইকোর্টে রিট করেন।