ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে নলধা-মৌভোগ ইউনিয়ন ও মূলঘর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহাবুবর রহমান, সাধারন সম্পাদক পদে সরদার নজিবুর রহমান সোহেল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো: তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া মূলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মো: মাসুদুল ইসলাম, সাধারন সম্পাদক পদে খান আরিফুর জামান পিন্টু এবং সাংগঠনিক সম্পাদক পদে শুভ গোলদার সুব্রত নির্বাচিত হয়েছে। এদিন তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।