হোম জাতীয় নলডাঙ্গা রাজবাড়ি দখল করে ইটভাটা!

জাতীয় ডেস্ক :

অবৈধ দখলদারদের কবলে নিশ্চিহ্ন হয়ে গেছে ঝিনাইদহের নলডাঙ্গা রাজবাড়ি। ভবন ও মন্দিরসহ নানা স্থাপনা ভেঙে করা হয়েছে ইটভাটা। এ অবস্থায় দ্রুত অবৈধ দখলমুক্ত করে সংরক্ষণের দাবি স্থানীয়দের।

অবিশ্বাস্য হলেও সত্য এককালের রাজবাড়ি এখন ইটভাটা। অবৈধ দখলদারের কবলে পড়ে ঝিনাইদহের নলডাঙ্গার রাজা প্রমথ ভূষণ দেবরায়ের বাড়িটি নিশ্চিহ্ন হয়ে গেছে।

অস্তিত্ব সংকটে রাজবাড়িটির চারপাশে খনন করা পরিখার শেষ অংশটুকু। ১৯৪৭ সালে দেশ ভাগের পর রাজপ্রাসাদসহ অঢেল সম্পত্তি রেখে ভারতে চলে যান রাজা প্রমথ ভূষণ দেবরায়। পরবর্তীতে মুসলিম লীগের কতিপয় নেতা পাকিস্তানি প্রশাসকের সহায়তায় রাজার সম্পত্তি এনিমি প্রোপাটি তালিকায় অন্তর্ভুক্ত করে নামমাত্র নিলাম দেখিয়ে দখল করে নেয়া হয়। পরে রাজবাড়ির ভেতরে থাকা মন্দিরসহ নানা স্থাপনা ভেঙে করা হয়েছে ইটভাটা। স্থানীয়দের দাবি, দ্রুত রাজার সম্পত্তি দখলমুক্ত করে সংরক্ষণের।

স্থানীয়রা বলছেন, বাংলার ঐতিহ্য ও পর্যটক আকর্ষণের কেন্দ্র নলডাঙ্গার এ বাড়িটি টিকে থাকুক। সরকারের কাছে আবেদন, এ ইট ভাটার অপসারণ করে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে এ ঐতিহ্যবাহী রাজবাড়ি সংরক্ষণ করা হোক।

উপজেলা প্রশাসন বলছে, রাজবাড়িটি উদ্ধারে আদালতে মামলা চলছে।

কালীগঞ্জ সহকারী কমিশনার মো. হাবিবুল্লাহ বলছেন, ‘আমরা কাগজগুলো যাচাই করছি, তদন্ত প্রতিবেদন জমা দিবো। যেহেতু আদালতে মামলা হয়েছে। আদালত প্রতিবেদন দেখে তার সিদ্ধান্ত জানাবেন।’

উল্লেখ্য, রাজা প্রমথ ভূষণ দেবরায় ১৮৭১ সালে নলডাঙ্গায় নির্মাণ করেন এই রাজবাড়িটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন