জাতীয় ডেস্ক:
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালককে মারতে চাইনিচ কুড়াল ও রামদা হাতে প্রকাশ্যে ইউএনও অফিসে ঢুকে পড়ে দুই ব্যক্তি। আত্মরক্ষায় গাড়ি চালক রুবেল অফিসের দোতলায় উঠলে অস্ত্রধারীরা সিঁড়ি বেয়ে সেখানে উঠে যায়। চালকের কোনো ক্ষতি না হলেও অস্ত্র হাতে প্রকাশ্যে নির্বিঘ্নে ইউএনও অফিস থেকে বেরিয়ে যায় তারা।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি চালক রুবেল বলেন, তার ভাই খোকন রেন্ট ও কারের ব্যবসা করেন। স্থানীয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি (নলডাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক) আহসান হাবিব ঈদের আগে কারটি ভাড়া নিয়ে ৫ দিন রাজশাহী, চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন। কিন্তু ভাড়া না দিয়ে ঘোরাতে থাকেন। ভাইয়ের পক্ষ নিয়ে আহসান হাবিবকে ভাড়া পরিশোধের কথা বললে রুবেলকে দেখে নেয়ার হুমকি দেয় আহসান হাবিব। এ অবস্থায় আজ মঙ্গলবার (০৪ জুলাই) সকাল ১১টার দিকে রুবেলকে ইউএনও অফিসের গেট থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষায় রুবেল ইউএনও অফিসে ঢুকে পড়লে সন্ত্রাসীরা অস্ত্র হাতে সেখানে ঢুকে তাকে মারার চেষ্টা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করার পাশাপাশি নলডাঙ্গা থানায় অভিযোগ দেয়া হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।