হোম জাতীয় নরসিংদীতে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় ডেস্ক :

নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলার জেরে কিশোর মোবারক হোসেন ওরফে শাহ আলমকে (১৭) কুপিয়ে হত্যার ঘটনায় বিচার দাবি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মাধবদী এসপি ইনস্টিটিউশনের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তারা প্রধান আসামি ইয়াসিনসহ হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।

মোবারক হোসেন ওরফে শাহ আলম মাধবদী এসপি ইনস্টিটিউশন থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মানববন্ধনে মাধবদী এসপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র দেবনাথ মোবারক হোসেনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চান। এখনও পর্যন্ত প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইয়াসিনসহ যারা নির্মমভাবে কুপিয়ে মোবারককে হত্যা করেছে যথাযথ তদন্তের মাধ্যমে তাদের বিচার করতে হবে। অন্যথায় আন্দোলন কঠোর করা হবে। এসময় কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে এলাকাবাসীকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় মাধবদী এসপি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মো. মনোয়ার হোসেন, ইব্রাহিম হোসেনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার মোবারক হোসেন ওরফে শাহ আলম বাড়ি থেকে বের হয়ে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সে থুতু ফেললে ইয়াসিন নামে এক কিশোরের পায়ের ওপর পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এ ঘটনার জেরে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে ইয়াসিনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ১০-১২ জন সদস্য মোবারক হোসেনকে কুপিয়ে আহত করে। রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যার ঘটনায় মামলার পর পুলিশ চারজনকে গ্রেফতার করলেও প্রধান আসামি ইয়াসিন ও তার অন্য সহযোগীরা পলাতক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন