নিউজ ডেস্ক:
নরসিংদীর পলাশ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ইমনের বাড়ির খরের গাধায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আরও তিনটি বাড়ির খড়ের গাধায় আগুন দেয় দুর্বৃত্তরা।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচরপাড়া গ্রামে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও শহিদ ইমনের পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে দুর্বৃত্তরা প্রথমে হিরম মিয়ার বাড়ির খড়ের গাদায় আগুনে দেয়ে। পরে শহীদ ইমন ও মনা মুন্সির বাড়ির খড়ের গাদায়ও আগুন দেওয়া হয়। এ সময় মসজিদের মাইকে আগুনের খবর ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পর পর তিনটি স্থানে আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পলাশ থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি শাহেদ আল মামুন বলেন, ‘ঘটনাটি জানার পর আমি নিজে ঘটনাস্থলে যাই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং ইমনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’
