জাতীয় ডেস্ক :
নরসিংদীর রায়পুরা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহদুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। গত রাতের (রোববার) কোনো একসময় তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরে শেরপুর গ্রামের ফসলের মাঠের পাশে একটি কলাবাগানে পৃথক স্থানে গলা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত অবস্থায় দুজনের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর জানান, মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুরহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
