বাণিজ্য ডেস্ক:
চলতি অর্থবছরের নভেম্বর মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪৫ শতাংশ কমেছে।
রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের নভেম্বর মাসে বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আয় ৭ দশমিক ৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২ দশমিক ৫৫ মিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৩৭৮ দশমিক ৯৪ মিলিয়ন ডলার।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ২ হাজার ৩১২ দশমিক ৬৪ মিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ৩ দশমিক ১৮ শতাংশ কমেছে। গত অর্থবছরের একই সময়ে নিটওয়্যার রফতানির পরিমাণ ছিল ২ হাজার ৩৮৮ দশমিক ৫৩ মিলিয়ন ডলার।
আর নভেম্বরে তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৭৩৯ দশমিক ৯১ মিলিয়ন ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ওভেন পোশাক রফতানির পরিমাণ ছিল ১ হাজার ৯৯০ দশমিক ৪১ মিলিয়ন ডলার।
এদিকে বিজিএমইএ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৩৫ দশমিক ৬৫ মিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৮ হাজার ৩৩১ দশমিক ২৮ মিলিয়ন ডলার।
তবে জুলাই-নভেম্বর মাসে পূরণ হয়নি পোশাক রফতানি আয়ের লক্ষ্যমাত্রা। এ সময়ে দেশের পোশাক রফতানি লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৬৪৯ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে ৮ দশমিক ৭৯ শতাংশ কম পোশাক রফতানি হয়েছে।
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১০ হাজার ৯৮৯ দশমিক ৪২ মিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ৮ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের একই সময়ে নিটওয়্যার রফতানির পরিমাণ ছিল ১০ হাজার ১১৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। তবে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে ১১ হাজার ২৩২ দশমিক ২ মিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার চেয়ে নিটওয়্যার রফতানি কম হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ।
এছাড়া তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ৭ হাজার ৮৪৬ দশমিক ২৩ মিলিয়ন ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫২ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে ওভেন পোশাক রফতানির পরিমাণ ছিল ৮ হাজার ২১৭ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।
তবে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ওভেন পোশাক রফতানি কম হয়েছে ১৬ দশমিক ৬৯ শতাংশ। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯ হাজার ৪১৭ দশমিক ৯৫ মিলিয়ন ডলার।