হোম ফিচার নব- নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠান

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক দোয়া, মিলাদ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১০ জানুয়ারী সোমবার দুপুর ২টায় কুলিয়ারচর উপজেলার ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদ এর নব- নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা তাদের সংক্ষিপ্ত পরিচিতি জনসাধারণের কাছে তুলে ধরেন।

নব- নির্বাচিত চেয়ারম্যান অসুস্থ জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের কিছুটা বিলম্ব হয়েছে বলে বক্তারা জানান। অনুষ্ঠানে নব- নির্বাচিত চেয়ারম্যান ও ১২ জন সদস্য দায়িত্ব গ্রহণ করেন। আলোচনা অনুষ্ঠান ও দায়িত্ব গ্রহণের পর উপস্থিত লোকজনদের নিয়ে এক দোয়ার আয়োজন করা হয়।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী, সালুয়া ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ূম, সদ্য প্রয়াত চেয়ারম্যান শাহ্ মাহবুবুর রহমান, কুলিয়ারচর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন