কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক দোয়া, মিলাদ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১০ জানুয়ারী সোমবার দুপুর ২টায় কুলিয়ারচর উপজেলার ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদ এর নব- নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা তাদের সংক্ষিপ্ত পরিচিতি জনসাধারণের কাছে তুলে ধরেন।
নব- নির্বাচিত চেয়ারম্যান অসুস্থ জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের কিছুটা বিলম্ব হয়েছে বলে বক্তারা জানান। অনুষ্ঠানে নব- নির্বাচিত চেয়ারম্যান ও ১২ জন সদস্য দায়িত্ব গ্রহণ করেন। আলোচনা অনুষ্ঠান ও দায়িত্ব গ্রহণের পর উপস্থিত লোকজনদের নিয়ে এক দোয়ার আয়োজন করা হয়।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী, সালুয়া ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ূম, সদ্য প্রয়াত চেয়ারম্যান শাহ্ মাহবুবুর রহমান, কুলিয়ারচর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খান প্রমুখ।