হোম আন্তর্জাতিক নব্য ফ্যাসিবাদীদের বিচার হবে: লুলা

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে হামলায় অংশগ্রহণকারীদের নব্য ফ্যাসিবাদী উল্লেখ করে তাদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। খবর আল জাজিরার।

স্থানীয় সময় রোববার (৮ জানুয়ারি) সদ্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা প্রেসিডেন্ট প্যালেস, কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালায়। ঘটনাটির সঙ্গে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের ইউএস ক্যাপিটল হিলে হামলার বিষয়টি উল্লেখ করা হচ্ছে।

বলসোনারোকে হারিয়ে তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়া লুলা ডি সিলভা এ হামলার উসকানিদাতা হিসেবে বলসোনারোকেই দায়ী করেছেন। চলতি বছরের ১ জানুয়ারি শপথ নেয়া লুলা দাবি করেন, সবশেষ নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন ভিত্তিহীন অভিযোগ এনে নতুন করে নির্বাচন দাবি করার জন্য বলসোনারো তার সমর্থকদের উদ্দীপ্ত করেছেন।

হামলার তীব্র নিন্দা জানিয়ে লুলা ডি সিলভা তাদের নব্য ফ্যাসিবাদী ও অন্ধবিশ্বাসী বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্যালেসে হামলাকারী নব্য ফ্যাসিবাদীদের বিচার করা হবে।

এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে তিন শতাধিক বলসোনারো সমর্থককে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত শেষ ব্যক্তি চিহ্নিত হওয়ার আগ পর্যন্ত অভিযান ও তদন্ত চলবে। এসব ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রাজিলের ফেডারেল ডিস্ট্রিক্টের গভর্নর ইবানেইস রোচা এক টুইটে লিখেছেন, ‘গ্রেফতারকৃতদের অবশ্যই তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে।’
আরও পড়ুন: দখলকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ, গ্রেফতার ৪ শতাধিক

রোচা আরও বলেছেন, ‘রোববার বিকেলে সন্ত্রাসবাদী ঘটনায় যারা অংশগ্রহণ করেছিল তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ফিরিয়ে আনতেও আমরা কাজ করে যাচ্ছি।’

অপরদিকে বলসোনারোর রাজনৈতিক দল লিবারেল পার্টি ঘটনার দিনটিকে ব্রাজিলের জন্য একটি দুঃখের দিন বলে আখ্যা দিয়েছেন। দলটির প্রধান ভলদেমার কস্তা নেতো এক বিবৃতিতে বলেছেন, ‘আজকের দিনটি ব্রাজিলীয়দের জন্য একটি দুঃখের দিন।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন