হোম খেলাধুলা নবাগত দুই দলের লড়াইয়ে ফিল্ডিংয়ে রশিদ খানরা

খেলাধূলা ডেস্ক :

এবারই প্রথম এত বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। আগের ১৪টি আসরে আটটি দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। যেখানে নতুন দুটি দল হিসেবে যুক্ত হয়েছে গুজরাট লায়ন্স এবং লখনৌ সুপার জায়ান্টস। এই দুই দলই তাদের আইপিএল মিশন শুরু করতে যাচ্ছে একে অপরের মুখোমুখি হয়ে। সোমবার (২৮ মার্চ) টস জিতে ফিল্ডিং নিয়েছে হার্দিক পান্ডিয়া ও রশিদ খানের গুজরাট। অন্যদিকে, টস হেরে ব্যাটিংয়ে লোকেশ রাহুলের লখনৌ।

তারকা সমৃদ্ধ দুই দলের অধিনায়কও সবার চেনা। লখনৌর অধিনায়ক লোকেশ রাহুল। আর গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দুই দলের ব্যাটিং, বোলিং দুই ডিপার্টমেন্টেই রয়েছে দারুণ সব খেলোয়াড়। তবে অনেক খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেটে দলের সাথে থাকায় বেশ কিছু খেলোয়াড়কেই পাচ্ছে না দুই দলই।

লখনৌ সুপার জায়ান্ট একটু পিছিয়েই আছে বলতে গেলে। কারণ, নানা কারণে তারা এখনও পুরো দলটা হাতে পায়নি। এমনিতেই ইংলিশ পেসার মার্ক উডকে তারা হারিয়েছে ইনজুরির কারণে।

তাসকিন আহমেদকে চেয়েছিল তারা। কিন্তু সেটাও পায়নি। শেষ পর্যন্ত দলে নিয়েছে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাইকে। এদিকে মার্কাস স্টোইনিজ, জ্যাসন হোল্ডার এবং কাইল মায়ার্সকে তারা পাবে আইপিএলের প্রথম সপ্তাহ শেষ করার পর। এদিকে তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে দুর্দান্ত এক ওপেনিং জুটি। অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং করবেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

অপরদিকে গুজরাট টাইটান্সেরও একটি সমস্যা আছে। জেসন রয় আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজকে নিয়েছে দলে। গুজরাটেরও ওপেনিং জুটিটা দুর্দান্ত। শুভমান গিল এবং ম্যাথ্যু ওয়েডকে নিয়ে ইনিংস শুরু করতে পারবে তারা।

লখনৌর বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হলেও দলে রয়েছেন দুষ্মন্ত চামিরা, অঙ্কিত রাজপুত, আবেশ খানের মতো বোলার। অপরদিকে গুজরাট তাদের বোলিং ডিপার্টমেন্টকেও শক্তিশালী করেছে বরুণ আরুণ, রশিদ খান, মোহম্মদ শামি এবং লকি ফার্গুসনের মতো খেলোয়াড় কিনে।

লখনৌ একাদশ

লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এভিন লুইস, মনিশ পান্ডে, দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, মহসিন খান, আয়ুশ বাদোনি, দুশমন্ত চামিরা, রবি বিষ্ণুই এবং আভেশ খান।

গুজরাট একাদশ

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, বরুন অরুন, লকি ফার্গুসন এবং মোহাম্মদ শামি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন