নিজস্ব প্রতিনিধি কেশবপুর (যশোর):
নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে, কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হুকুম দখল কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তার বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়।
মঙ্গলবারে তিনি যোগদান করার পর এদিন তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় নবাগত ইউএনও শুভেচ্ছা, বিনিময়কালে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সকল কর্মকর্তা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
s
