হোম রাজনীতি নথি না পাওয়ার অভিযোগ ইউনূসের আইনজীবীর, ভিন্ন মন্তব্য বাদিপক্ষের

নথি না পাওয়ার অভিযোগ ইউনূসের আইনজীবীর, ভিন্ন মন্তব্য বাদিপক্ষের

কর্তৃক Editor
০ মন্তব্য 68 ভিউজ

রাজনীতি ডেস্ক:

আদালত থেকে রায়ের পর নথি না পাওয়ার অভিযোগ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী। অপর দিকে সাজাপ্রাপ্ত আসামির পক্ষে এমন বক্তব্য আদালত অবমাননার শামিল বলে দাবি বাদিপক্ষের আইনজীবীর।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা জানান তারা।

শ্রমিক ঠকানোর মামলায় ১ জানুয়ারি ৬ মাসের কারাদণ্ড হয় ড.মুহাম্মদ ইউনূসের। ওইদিনই তাকে ১ মাসের জামিন দেন আদালত। তবে শর্ত হচ্ছে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে মো. ইউনূসকে। সে হিসেবে আপিলের সময় সীমা শেষ হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি।

আজ ড.ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মামলার বিচারচলাকালীনে দাখিল করা নথিপত্র ফেরত দিচ্ছেন না আদালত। ফলে আপিল দায়ের নিয়ে জটিলতায় পড়ছেন তারা।

সাজা দেয়ার পরও আদালত ড.ইউনূসের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন বলেও অভিযোগ করেন এ আইনজীবী।

তিনি আরও বলেন, তার সাজা হয়েছে ৬ মাস, একবছরের অর্ধেক। সুতরাং সেখানে বলা হয়নি যে, তিনি একমাসের জামিন দেবেন। বলা হয়েছে আপিলের শর্তে। তাহলে আপিলের শর্তে যদি জামিন হয়, তাহলে জামিন হবে ৬০ দিনের। তিনি এই যে, আইনের আদেশকে আদালত খণ্ডিত করে ফেলেছেন এবং মৌলিক অধিকারকে তিনি হরণ করেছেন।

এদিকে প্রতিপক্ষের এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বাদিপক্ষ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তার দাবি, আপিলের আগে সাজাপ্রাপ্ত আসামির পক্ষে বক্তব্য দেয়া আদালত অবমাননার শামিল।

দেশ-বিদেশে দৃষ্টি আকর্ষণ ও সহানুভূতি পেতে ইউনূসের আইনজীবী ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছেন বলেও মনে করেন বাদিপক্ষের আইনজীবী।

প্রসঙ্গত: ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন