হোম বিনোদন নতুন রূপে মিথিলা!

বিনোদন ডেস্ক:

ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিচ্ছেদ নিয়ে বেশ আলোচনায় ছিলেন মিথিলা। তবে সে গুঞ্জনকে গুঞ্জনই প্রমাণ করেছেন এ তারকা জুটি। বরং ক্যারিয়ারে পুরোদমে কাজ করছেন এখন সৃজিত- মিথিলা।

বর্তমানে ‘ব্যোমকেশ’ সিনেমার শুটিং নিয়ে মধ্যপ্রদেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জি। আর মিথিলা এখন ব্যস্ত সময় পার করছেন কলকাতার নতুন সিনেমা ‘ও অভাগী’ সিনেমা নিয়ে।

নেটদুনিয়ায় এরই মধ্যে এ সিনেমায় মিথিলার লুক ভাইরাল হয়েছে। যেখানে মিথিলাকে দেখা যাচ্ছে, ৩০ বছর বয়সের এক প্রাপ্ত বয়স্ক নারীর চরিত্রে। পরিচালক অনির্বাণ চক্রবর্তী সিনেমা প্রসঙ্গে সংবাদমাধ্যমে জানান, সিনেমায় ১৬ এবং ৩০ বছর বয়সী এ দুটি চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

নতুন এ সিনেমাটি শরৎচন্দ্রের গল্প অবলম্বনে নির্মিত। তাই এ সময়ের উপযোগী করে তুলতে ষাট-সত্তর দশকের পটভূমি দেখানো হবে সিনেমাটিতে।

‘ও অভাগী’-র গল্প নিয়ে দারুণ আশাবাদী অভিনেত্রী মিথিলা। সিনেমাটিতে মিথিলার সঙ্গে আরও অভিনয় করেছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়ের মতো তারকারা। স্বভূমি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় শিগগিরই শুরু হতে চলেছে সিনেমাটির শুটিং।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন