হোম খেলাধুলা নতুন প্রধান নির্বাহী হিসেবে এক ভারতীয়কে নিয়োগ দিলো আইসিসি

নতুন প্রধান নির্বাহী হিসেবে এক ভারতীয়কে নিয়োগ দিলো আইসিসি

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় স্ট্রিমিং চ্যানেল জিওস্টারের বর্তমান সিইও সাঞ্জোগ গুপ্তা। সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

সাঞ্জোগকে দায়িত্ব দিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আমি আইসিসির সিইও হিসেবে সাঞ্জোগ ‍গুপ্তার নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। তিনি ক্রীড়া কৌশল এবং বাণিজ্যিকীকরণে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা আইসিসির জন্য অমূল্য হবে। বিশ্বব্যাপী খেলাধুলার পাশাপাশি এমঅ্যান্ডই ল্যান্ডস্কেপ সম্পর্কে তার গভীর জ্ঞান, ক্রিকেট ভক্তদের দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির প্রতি ক্রমাগত কৌতূহল আগামী বছরগুলোতে খেলাটির বিকাশে আমাদের উচ্চাকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ঐতিহ্যবাহী সীমা ছাড়িয়ে যাওয়া, ক্রিকেটকে অলিম্পিকে একটি নিয়মিত খেলা হিসেবে প্রতিষ্ঠা করা, বিশ্বজুড়ে এর বিস্তার বৃদ্ধি করা এবং এর মূল বাজারে শিকড় আরও গভীর করা।’

আইসিসির দায়িত্ব পেয়ে বেশ খুশি সাঞ্জোগ। তিনি বলেন, ‘এই সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের, বিশেষ করে এমন এক সময়ে যখন ক্রিকেট অভূতপূর্ব প্রবৃদ্ধির দিকে। এটা হলো খেলাটির জন্য উত্তেজনাপূর্ণ সময়। বৃহৎ পরিসরের ইভেন্টগুলোর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, বাণিজ্যিক সুযোগগুলো প্রশস্ত হচ্ছে এবং নারীদের খেলার জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে।’

সাঞ্জোগ নিয়োগ পেয়েছেন জিওফ অ্যালারডাইসের রেখে যাওয়া পদে। অ্যালারডাইস ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক পদে কাজ করে প্রধান নির্বাহীর পদে বসেন। ৮ মাস ভারপ্রাপ্তর দায়িত্ব পালন করে ২০২১ সালের নভেম্বরে পান পূর্ণকালীন নিয়োগ। এ বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে দায়িত্ব থেকে সরে যান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন