হোম খুলনানড়াইল নড়াইল-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইল-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

মোস্তফা কামাল:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে তিনি নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর সালেহ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তানভীরের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ আলী, মাওলানা মুহসিনুদ্দীন, মাওলানা আজহারুল হক, মাওলানা হাফিজুল ইসলাম, আরিফুল সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে এক প্রতিক্রিয়ায় মাওলানা আব্দুর রহমান বলেন, “আল্লাহ তায়ালা যদি আমাকে নড়াইল আসনের মানুষের সেবা করার সুযোগ দেন, তবে আমি সকলকে সাথে নিয়ে এবং সবার মতামতকে গুরুত্ব দিয়ে ইসলামী আদর্শ আল কুরআনের আলোকে এলাকার সকল সমস্যা সমাধানের চেষ্টা করব।

উল্লেখ্য, মাওলানা আব্দুর রহমান আসন্ন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রতীকরিকশামার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদি তিনি ৮ দল থেকে মনোনয়ন পান । তরে ৮দলের সমযোতা না হলে তিনি উক্ত আসনে নির্াচন করবেন বলে জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন