নড়াইল অফিস :
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ মার্চ সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় বিদ্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা পরিষদ সদস্য রওশন আরা লিলি, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম ছায়েদুর রহমান, জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমূখ। সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ,অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।