হোম অন্যান্যসারাদেশ নড়াইল পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী ক্যারামবোর্ড ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

নড়াইল অফিস :

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ডিলসেডে ২দিন ব্যাপী ক্যারামবোর্ড ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট শেষে ২০ জানুয়ারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অথিতি পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

টুর্নামেন্টের ক্যারাম প্রতিযোগিতায় টিএসআই মোঃ ইব্রাহিম হোসেন ও এটিএসআই মোঃ তারিকুল ইসলাম এর দল পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও এটিএসআই মোঃ ফারুক হোসেন এর দলকে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করে। অন্যদিকে দাবা প্রতিযোগিতায় সার্জেন্ট রিফাজ মিয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং মোঃ ইমরান হোসেন জনি রানার্সআপ হন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিজেকে সুস্থ, সুন্দর ও কর্মক্ষম রাখতে খেলাধুলার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, পেশাদার দায়িত্বের পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; শওকত কবীর, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী পুলিশ সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন