হোম অন্যান্যসারাদেশ নড়াইল ডিবি পুলিশের অভিযান;গাঁজাসহ আটক ১

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে মো.নাজমুল ইসলাম (৩১) নামে ওই ব্যক্তি কে ১ কেজি ৯শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। আটককৃত নাজমুল ইসলাম লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম এলাকার মৃত-নজরুল ইসলামের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,লোহাগড়া থানাধীন নোয়াগ্ৰাম এলাকায় আটকৃত মো.নাজমুল ইসলামের বাড়িতে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আব্দুস সালাম,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বিপ্লব শেখ,ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আসামী নাজমুল এর দেখানো মতে তার বসত বাড়ির ঘরের মধ্যে পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট ১ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সুকান্ত সাহা বলেন,মাদক কারবারি নাজমুল কে নড়াইল সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন