নড়াইল প্রতিনিধি:
নড়াইল উত্তরা ব্যাংক পি এল সি এর নড়াইল শাখার নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকালে নড়াইলের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজার শিরিন সুপার মার্কেট,স্বর্ণপট্টি এলাকায় এই নতুন শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মাকসুদুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ডিজিএম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হাসান, মোঃ রেজাউল করিম, খন্দকার আলী সামনুন, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি হাসানুজ্জামান, নড়াইলের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার তোফায়েল আহমেদ, জাহাঙ্গীর কবির, হুমায়ুন কবির, অলোক কুন্ডু, শিক্ষিকা শারমিন সুলতানা, রূপালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক, নড়াইলে কর্মরত বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণ, উত্তরা ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, নড়াইলের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গ্রাহক বৃন্দ। এ সময় বক্তারা বলেন, আবহমান বাংলার ঐতিহ্য লালিত উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক সবসময় আপনাদের সেবায় নিয়োজিত। ১৯৮৪ সাল থেকে নড়াইলে উত্তরা ব্যাংক তাদের সেবা পরিচালনা করে আসছে। গ্রাহক এবং ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক রুপগঞ্জ বাজারের ভিতর উত্তরা ব্যাংকের নড়াইল শাখা নতুন কার্যালয় উদ্বোধন করা হলো। উত্তর ব্যাংক সবসময় আপনাদের সাথে আছে এবং থাকবে।