হোম অন্যান্যসারাদেশ নড়াইল অবসরজনিত বিদায় উপলক্ষে দুই পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান

নড়াইল অফিস :

“আমরা একত্রে থাকার স্মৃতিকে লালন করি”- প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ১৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পিআরএল (অবসর) গমনকারী কনস্টেবল প্রভাষ কুমার দাস,কনস্টেবল মোল্লা ইউনুস আলীকে অবসরজনিত বিদায় সম্মাননা স্মারক প্রদান করা।

আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত সরকারি গাড়িতে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। অবসর গমনের মুহূর্তে এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সদস্যদ্বয় অত্যন্ত আনন্দিত হয় এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, কামরুজ্জামান পিপিএম, এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্য বৃন্দ।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন