হোম খুলনানড়াইল নড়াইলে ৪শ৫০ শিক্ষার্থীদের মাঝে ১৮শ গাছের চারা শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

নড়াইলে ৪শ৫০ শিক্ষার্থীদের মাঝে ১৮শ গাছের চারা শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ/২০২৫-২৬ মৌসুমে নিম,বেল,জাম ও কাঁঠালের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেনীর ৪৫০ জন শিক্ষার্থীকে ২টি করে বিনামূল্যে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছ। এছাড়া নড়ইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে একই বিদ্যালয়ে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে।

মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিসেস সুজাতা সিংহের সভাপতিত্বে এসকল কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)আহসান মাহমুদ রাসেল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (খামারবাড়ী)মোঃ জসিম উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তামোঃ আনোয়ার হোসেন,প্রার্থমিক শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আকবার হোসেন,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রকনুজ্জামান,নড়াইল প্রেসক্লাবের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ আল আমিন। এছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুলিয়া প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস সাবিনা ইয়াসমীন, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিঃমিঠুন হাজরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন