হোম খুলনানড়াইল নড়াইলে ২দিনব‍্যাপী ইউপি চেয়ারম্যানদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নড়াইলে ২দিনব‍্যাপী ইউপি চেয়ারম্যানদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 96 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে গত ৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়নের ২৮ জন চেয়ারম্যান অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার।

প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় গ্রাম আদালত কার্যক্রমের ডিস্ট্রিক্ট ম্যানেজার জেনারুল ইসলাম জিন্নাহ, সদরের উপজেলা সমন্বয়কারী মোঃ ওমর ফারুক, লোহাগড়ার উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর,গ্রাম পুলিশ এবং গ্রাম আদালতের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের জ্ঞান, দক্ষতা ও সংবেদনশীলতা বৃদ্ধি করে অধিকতর কার্যকর গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী বিশেষ করে নারী, অতি দরিদ্র এবং সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষের জন্য সহজে দ্রুত স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করা এই প্রশিক্ষণের সামগ্রিক উদ্দেশ্য।

এই প্রশিক্ষণে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ও গ্রাম আদালতের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, গ্রাম আদালত আইন ২০০৬,গ্রাম আদালত বিধিমালা ২০১৬ এবং গ্রাম আদালত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সমূহ ব্যাখ্যা করতে পারবেন, গ্রাম আদালতের অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করতে পারবেন, এবং যথেষ্ট দক্ষতা ও সংবেদনশীলতার সাথে গ্রাম আদালত পরিচালনা করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন