মোস্তফা কামাল:
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের সৈয়দ মোক্তাসিন বিল্লাহ (মাসুম)-নামের এক ব্যাক্তিকে পরিকল্পিতভাবে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট রোববার বেলা ১১ টায় র্কোট চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাকড়াইল গ্রামবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও সমাবেশ বক্তারা এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। এলাকার প্রায় ২ শতাধিক নারী পুরুষ এ সময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মাসুম একজন নিরীহ মানুষ ছিলেন এবং তার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, এটাই তাদের প্রত্যাশা।
এ সময় বক্তব্য দেন শালনগর ইউনিয়ন পরিষদ মেম্বর মো: ছানোয়ার মোল্যা ,মো: আলমগীর হোসেন,শুভাষিস বিল্লাহ প্রমুখ।