নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় অনলাইন প্রতারক ও মাদক কারবারের তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্প ও কালিয়া থানা।
শুক্রবার রাত বারোটা থেকে শনিবার সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে অভিযান করে অনলাইন প্রতারক চক্রের ১ জন ও মাদক কারবারির দুই সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভূইয়ার ছেলে হায়দার ভূইয়া।
এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ,১টি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১ টি মোবাইল, ২১টি বিভিন্ন অপারেটরের সিম, একটি মোটরসাইকেল, গাঁজা,ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কল্কি, দিয়াশলাই, ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে,সেনাবাহিনী জানান,বর্তমান সময়ে অনলাইন প্রতারকদের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ লোকজন। দেশের বিভিন্ন থানায় প্রতিদিন শত শত অনলাইন প্রতারণায় প্রতারিত হয়ে মামলা করতে বাধ্য হচ্ছেন এ সকল ভুক্তভোগী এছাড়াও বর্তমান সময়ে মাদককে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে।
উক্ত বিষয়গুলো আমলে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাতব্যাপী অভিযান পরিচালনা করে কালিয়া উপজেলার পাঁচ গ্রাম ইউনিয়নের যাদবপুর ও মহিষখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এবং অভিযানে অনলাইন চক্রের ১ সদস্য ও দুই মাদক কারবারি কে আটক করা হয়। আটককৃতদের কালিয়া থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান করে তিনজনকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।