হোম খুলনানড়াইল নড়াইলে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

নড়াইলে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

নড়াইল প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং অসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে  নড়াইলে  মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( আগস্ট) বেলা ১১ টায়  নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নড়াইল প্রেসক্লাব। এসময় সকল হত্যাকারীদের দ্রæ গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিকরা।

ঘন্টাব্যাপিচলা এই মানববন্ধনে বক্তব্য দেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, সহসভাপতি এড,আজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাভলু,সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন মলয় নন্দিসহ অনেকে।

সময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। তারা দ্রæ সময়ের মধ্যে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান। অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন